স্পেন, উরুগুয়ে, আর্জেন্টিনা, পেরু, ভেনেজুয়েলা, ,মেক্সিকো – দুই মহাদেশের স্প্যানিশভাষী দেশেগুলির কল্পবিজ্ঞান প্রথাগত অ্যাংলো-কেন্দ্রিকতা থেকে কয়েক যোজন দূরে সগর্বে বেড়ে উঠেছে। এই সময়ের সেরা নয়জন স্প্যানিশভাষী লেখকের কলম কল্পবিজ্ঞানপ্রেমী পাঠককে শুধু আনন্দই দেবে না, ভাবাবেও।
সম্পাদনা – কার্লোস সুচলওস্কি কন ও দীপ ঘোষ
অনুবাদ – ঋত্বিক
প্রচ্ছদ – উজ্জ্বল ঘোষ