কল্পবিশ্বের ২০২৫-২৬ সালের জন্যে পাণ্ডুলিপি আহ্বান করা হচ্ছে। পাণ্ডুলিপি পাঠানোর শেষ তারিখ ৩০শে আগস্ট, ২০২৫। 

আশা করা হচ্ছে লেখক পাণ্ডুলিপি পাঠানোর আগে কল্পবিশ্বের প্রকাশন-পদ্ধতি ও বিষয়সমূহের সাথে পরিচিত থাকবেন।

শুধুমাত্র আমন্ত্রিত ছাড়া যে কোনো পাণ্ডুলিপি এই নিয়ম মেনে পাঠাতে হবে –


১) ডবল বা ১.৫ লাইন স্পেসিং রাখতে হবে।
২) কালপুরুষ ইউনিকোড ফন্ট ব্যবহার করতে হবে।
৩) ফন্ট সাইজ হবে ১২।
৪) মার্জিন হবে স্ট্যান্ডার্ড।
৫) অধ্যায়ের সমাপ্তিতে পৃষ্ঠার সমাপ্তি হবে।
৬) পৃষ্ঠার নম্বর ও প্যারাগ্রাফ ইনডেন্ট করতে হবে।
৭) টাইটেল পেজে নাম, ফোন নম্বর, ইমেইল আইডি আর মোট শব্দ সংখ্যা থাকতে হবে।
৮ ) মেইলের সঙ্গে প্রথম ২টো গল্প বা উপন্যাসের প্রথম পাঁচ হাজার শব্দ পাঠাতে হবে। (আলাদা অ্যাটাচমেন্টে)
৯) অনধিক ১৫০০ শব্দের মধ্যে অধ্যায় ধরে বইয়ের সিনোপসিস আলাদা করে পাঠাতে হবে মেইলের সঙ্গে। (আলাদা অ্যাটাচমেন্টে)
১০) উপন্যাস সম্পর্কে অনধিক ১০ লাইনে মূল প্লট দিতে হবে আলাদা করে মেইলের সঙ্গে। (আলাদা অ্যাটাচমেন্টে)
১১) সাধারণ বানান আর ব্যাকরণের ভুল যেন না থাকে। লেখা নির্বাচিত হলে প্রকাশনা নিজের খরচে প্রুফ চেক করবে।
১২) চার মাস সময়সীমার মধ্যে যদি সম্পাদকমণ্ডলীর মতামত না পান তাহলে লেখা রিজেক্ট হয়েছে ধরে নিতে হবে। ঠিক তেমন ভাবেই এই চার মাসের মধ্যে লেখাটি অন্য কোথাও প্রকাশ করা চলবে না।
১৩) প্রকাশের জন্যে লেখা নির্বাচিত হলে প্রকাশনা লেখকের সঙ্গে চুক্তিবদ্ধ হবে এবং কল্পবিশ্ব নিজের খরচে লেখককে রয়্যালটি প্রদান করে বই প্রকাশ করবে।
১৪) সমস্ত ডকুমেন্ট মেইল করতে হবে kalpabiswa.publications@gmail.comএই আইডিতে। সাবজেক্টে লিখতে হবে – “কল্পবিশ্ব পাবলিকেশনে বই প্রকাশের প্রস্তাবনা ও পাণ্ডুলিপি“। 
১৫) শুধুমাত্র কল্পবিজ্ঞান ও ফ্যান্টাসি গোত্রের লেখা কল্পবিশ্ব থেকে প্রকাশিত হবে। বাকি যে কোনো ধরনের বই মন্তাজ ইম্প্রিন্ট থেকে প্রকাশিত হবে। পাণ্ডুলিপির ভাষা বাংলা বা ইংরেজি হতে পারে।
১৬) অনুবাদ বইয়ের ক্ষেত্রে যদি মূল বইটি কপিরাইটের অধীনে থাকে তাহলে অনুবাদককে মূল লেখকের অনুমতিপত্র পাণ্ডুলিপির সঙ্গে দাখিল করতে হবে।
১৭) সময় বিশেষে এই নিয়মাবলীর সম্পাদনা হতে পারে।

তারিখ – ১৬ ফেব্রুয়ারি, ২০২৫