কার্লোস সুচলওস্কি কন
আধুনিক স্প্যানিশ সাহিত্যে কল্পবিজ্ঞান এবং অধিবাস্তববাদী ধারায় একটা উজ্জ্বল নাম কার্লোস সুচলওস্কি কন। জন্ম ১৯৪৮ সালে আর্জেন্টিনায় কিন্তু কর্মসূত্রে ১৯৭৬ থেকেই স্পেনের বাসিন্দা কার্লোস। সেই সাতের দশক থেকেই ওঁর লেখা আর্জেন্টিনা, লাতিন আমেরিকা, ইটালি, বেলজিয়াম, ফ্রান্স, জার্মানি এবং স্পেনের নানা সংবাদপত্র এবং ম্যাগাজিনে প্রকাশিত হয়ে চলেছে। এদের মধ্যে উল্লেখযোগ্য হল অ্যাক্সন, আর্টিফেক্স, মাইক্রোরিলেটস্ ইত্যাদি। পরবর্তীকালে প্ল্যানেটাস প্রহিবিডোস্-এর মতো বিখ্যাত ওয়েব ম্যাগাজিনেও তার অনেক লেখা বেরিয়েছে। ওঁর নিজস্ব ভাবনাগুলো ব্লগ হিসেবেও প্রকাশ করে থাকেন কার্লোস। বেশ কিছু নামী কল্পবিজ্ঞান সংকলনে ওঁর লেখা অন্তর্ভুক্ত হয়েছে। ১৯৮৮ সালে ওঁর একটা গল্প আল্ট্রামার আয়োজিত এক আন্তর্জাতিক প্রতিযোগিতার চূড়ান্ত স্তরে মনোনীত হয়েছিল। স্প্যানিশ সি এফ অ্যাসোসিয়েশনের বার্ষিক সংকলনে তিনবার মনোনীত হয়েছে কার্লোসের লেখা। এর মধ্যে ২০০৭ সালের সংকলিত লেখাটা সেই বছরের সেরা ছোটগল্প বলে মনোনীত হয়। ইউরোপ এবং ল্যাটিন আমেরিকার অনেক দেশে ওঁর লেখা অনূদিত এবং সমাদৃত হয়েছে বারবার। বুলগেরিয়ার সোফিয়ায় আয়োজিত বিখ্যাত সাহিত্য প্রতিযোগিতা ‘গোল্ডেন কান’ এর চূড়ান্ত স্তরে অন্তত দু-বার মনোনীত হয় ওঁর লেখা। আর্জেন্টিনার প্রকাশনা সংস্থা অ্যান্ড্রোমিডা থেকে ২০১২ সালে প্রকাশিত হয় ওঁর লেখা গল্পের সংকলন। ২০১৪ সালে প্রকাশিত ওঁর দ্বিতীয় উপন্যাস ‘ওয়ান্স টিয়েম্পস্ ডে ফ্যুতুরো’ ইতিমধ্যেই বহু প্রশংসা এবং সম্মান লাভ করেছে। ২০০৭ সালে প্রকাশনা সংস্থা মান্দ্রাগোরা এডিশন থেকে ওঁর প্রথম উপন্যাস প্রকাশিত হয় যার নাম ‘উনা ন্যুয়েভা কনসিয়েন্সিয়া’। ২০১৩ তে যা অ্যামাজন পুনঃপ্রকাশ করে এবং ২০২০ সালে জার্মান ভাষায় ভাষান্তরিত হয়ে ‘এন পিয়েল আজেনা’ (অন্য ভুবনে) নামে সোলার-এক্স দ্বারা সম্পাদিত হয়ে প্রকাশিত হতে চলেছে। ২০১৮ সালে ‘অচো তিয়েম্পোস দেল ফুতুরো’ নামে আরও একটি ছোট গল্পের সংকলন জার্মান ভাষায় সোলার-এক্স দ্বারা সম্পাদিত হয় ও স্প্যানিশ ভাষাতেও প্রকাশ পায়। সেই বইয়ের থেকে কল্পবিশ্ব সাতটি গল্প বেছে নিয়ে সরাসরি স্প্যানিশ থেকে বাংলায় ভাষান্তর করেছে এবং যা কলকাতা আন্তর্জাতিক বইমেলা ২০২০ তে প্রকাশিত হয়েছে। ইতিমধ্যেই গত কয়েক বছরে কার্লোস একটি সম্পূর্ণ ছোটগল্প সংকলন এবং তাঁর দ্বিতীয় উপন্যাস লেখা শেষ করেছেন যা খুব শীঘ্রই প্রকাশিতব্য। আগামী দিনে কার্লোসের কলম থেকে আমরা আরও অনেক শক্তিশালী লেখার প্রত্যাশী।
Reviews
There are no reviews yet.
Only logged in customers who have purchased this product may leave a review.