প্রকাশিত হতে চলেছে আগাথা ক্রিস্টির লেখা এরকুল পোয়ারোর তৃতীয় কাহিনি ‘দ্য মার্ডার অব রজার অ্যাকরয়েড’। অনুবাদ করেছেন সায়ক দত্ত চৌধুরী। তাঁর অনুবাদে এর আগের দুটি পোয়ারো কাহিনি ইতিপূর্বে প্রকাশিত হয়েছে মন্তাজ থেকে।
১) দ্য মিস্টিরিয়াস অ্যাফেয়ার অ্যাট স্টাইলস
২) দ্য মার্ডার অন দ্য লিঙ্কস
প্রচ্ছদ – প্রমিত নন্দী
দ্য মার্ডার অব রজার অ্যাকরয়েড
Posted By admin
Under Books, Detective, Translation