অনন্ত মহাবিশ্বের অসংখ্য কোটি তারার গ্রহদের মধ্যে একমাত্র সৌরমণ্ডলের পৃথিবীতেই প্রাণের সৃষ্টি হয়েছে আর উন্নত্ব মেধার আধুনিক মানুষের উদ্ভব হয়েছে এটা কখনোই যুক্তিগ্রাহ্য নয়।
তবুও গত ছয় দশক ধরে বিজ্ঞানীদের নিরন্তর ও নিরলস প্রচেষ্টা সত্ত্বেও আজও আমাদের একাকিত্বের কোনো অবসান হয়নি।
কোনোদিনই কি কোনো দূরান্তরের গ্রহে কোনো উন্নত মেধার সঙ্গীদের সন্ধান আমরা পাব না?
কী বলছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিপদার্থবিদ প্রফেসর মহাকাশ ভট্ট?
লেখক – সনৎ কুমার ব্যানার্জি
প্রচ্ছদ করেছেন উজ্জ্বল ঘোষ।