আচ্ছা, ঠিক কেমন হয় বলুন তো যদি একদিন সকাল সকাল ঘুম থেকে উঠে খবরের কাগজের পাতায় চোখ রেখে জানতে পারেন যে এমন একটা গ্রামের খোঁজ পাওয়া গিয়েছে যেখানে সবাই বোবা। ‘ধুত্তোর’ বলে চটিটা গলিয়ে বেরিয়ে হয়তো দেখলেন পাড়ার মোড়ে একটা নতুন চায়ের দোকান খুলেছে, যার চায়ের রং কালচে-বেগুনি। অথবা ধরুন অফিস থেকে ফেরার পথে রাস্তার ধারে কুড়িয়ে পেলেন এক আজব বাক্স, যার মধ্যে বন্দি হয়ে আছে সময়। এই তো, এতক্ষণে সিরিয়াসলি ভাবতে শুরু করেছেন ব্যাপারগুলি। আরও একটু তলিয়ে ভাবতে চান? তাহলে ভেবে দেখুন তো, যদি এমন হয় যে অতীতের কোনো ঘটনার বীজ আসলে পোঁতা হয়েছিল ভবিষ্যতের মাটিতে অথবা কোনো ভয়ঙ্কর ভবিষ্যতের হাত থেকে বাঁচার জন্য আমাদের আবার ফিরে যেতে হবে অতীতেই। এত অতীত-ভবিষ্যতের প্যাঁচে পড়ে মাথাটা গুলিয়ে গেল তো? ভাববেন না, সময়ের এই দাঁড়িপাল্লার দুটো দিক সমান রাখার জন্য কালে কালে নিযুক্ত আছেন কিছু মহামানব, হয়তো যাঁদের জন্ম হয়েছে আমাদের পুরাণের পাতায়? হ্যাঁ মশাই, ঠিকই বলছি। বিশ্বাস হচ্ছে না? তাহলে টুক করে ডুব মারুন এই বইয়ের পাতায়, যেখানে দেওয়া আছে এই সমস্ত প্রশ্নের উত্তর।
লেখক – মোহর
প্রচ্ছদ করেছেন উজ্জ্বল ঘোষ
অজানার সীমান্তে
Posted By admin
Under Books, Science Fiction