Biography
Sumit Bardhan
অদ্রীশ বর্ধন প্রতিষ্ঠিত ফ্যান্টাস্টিক পত্রিকায় লেখালিখি করার সুবাদে আমার কল্পবিজ্ঞান নিয়ে লেখায় হাতেখড়ি। মাঝে কিছুকাল লেখায় ভাঁটা পড়লেও সাম্প্রতিককালে হারানো কলমটি কোনোভাবে ফের খুঁজে পেয়েছি। বিগত কয়েক বছর ধরে বিভিন্ন পত্রপত্রিকা ও ওয়েব ম্যাগাজিনে লিখে চলেছি নিয়মিত। প্রকাশিত হয়েছে আমার তিনটি বই - নক্ষত্রপথিক, বাংলা স্টিমপাঙ্ক অর্থতৃষ্ণা এবং জাপানি জিদাইগেকি শৈলির উপন্যাস অসিশপ্ত।
সাধারণত কল্পবিজ্ঞানকে বিজ্ঞানভিত্তিক কাহিনি মনে করা হলেও আমার লেখার বিষয়বস্তু এই ধারার চাইতে কিছুটা স্বতন্ত্র। বৈজ্ঞানিক খুঁটিনাটির বদলে আমার প্রচেষ্টা থাকে ওয়ার্ল্ড বিল্ডিং বা জগৎ নির্মাণ করার আর সেই কাল্পনিক জগতের প্রেক্ষাপটে মানুষের কথা বলার। এর বাইরে চেষ্টা করে থাকি ছক ভেঙে নতুন কিছু কিছু না কিছু করার, তা সে হুতোমি গদ্যে স্টিমপাঙ্ক লেখা হোক বা শেক্সপিয়ার বা কুরোসাওয়ার কাহিনিকে কল্পবিজ্ঞানের রূপ দেওয়া।