Biography

Author Picture

Sibram Chakraborty

13 December 1903

জন্ম: ১৩ ডিসেম্বর, ১৯০৩

শিবরাম চক্রবর্তীর জন্ম নয়নচাঁদ দত্ত স্ট্রিটের দরজিপাড়ায় দাদামশাইয়ের বাড়িতে। বাবার নাম শিবপ্রসাদ চক্রবর্তী, মা শিবরানি দেবী। শিবরামের কৈশাের অতিবাহিত হয় প্রথমে
মুর্শিদাবাদের পাহাড়পুরে, পরে মালদহের চাঁচলে। দেশবন্ধু সম্পাদিত 'আত্মশক্তি'তে রাজদ্রোহমূলক লেখার জন্য দু-মাসের। কারাবাস গ্রহণ করেন। জেল থেকে ছাড়া পাবার পর কাগজের হকারি থেকে শুরু করে কাঙালিদের সঙ্গে পঙুক্তিভােজন, কাগজ বিক্রির টাকায় সিনেমা দেখা আর ঠনঠনের। কালী মন্দিরে বা কলকাতার ফুটপাতে ইট মাথায় দিয়ে রাত্রিযাপন করেছেন। পরবর্তী। সময়ে ১৩৪ নম্বর মুক্তারাম স্ট্রিটে একটি জরাজীর্ণ মেসবাড়িতে স্থায়ীভাবে আমৃত্যু বসবাস করেন।

শিবরামের তিনটি নেশা ছিল—ভােজন, নিদ্রা আর সিনেমা দেখা। অকৃতদার শিবরাম হকার
জীবনের আগে ‘ভারতী' পত্রিকায় কবিতা লিখে লেখকজীবনের সূচনা করেন। শিশু সাহিত্যে, হাস্যরসধারায় তিনি একটি প্রতিষ্ঠান রূপে স্বীকৃত। ১৯৬০ সালে শ্রেষ্ঠ শিশু সাহিত্যিক হিসেবে তিনি ‘মৌচাক’ পুরস্কার পান। ১৯৭৫ সালে ‘আনন্দ পুরস্কার এবং শিশুসাহিত্যের জন্য মরণােত্তর ‘বিদ্যাসাগর পুরস্কার পান।

মৃত্যু: ২৮ আগস্ট, ১৯৮০