Biography

Author Picture

Ranen Ghosh

রণেন ঘােষ। জন্ম ১৯৩৬ সালে। পড়াশােনা বেনেপুকুর বিদ্যাপীঠ ও সুরেন্দ্রনাথ কলেজে। পরে আইন ও সােশ্যাল ওয়েলফেয়ার নিয়ে পড়াশােনা করেছেন। ২১ বছরে বন দফতরে চাকরি দিয়ে কর্মজীবন শুরু। পরে বিভিন্ন নামী সংস্থায় গুরুত্বপূর্ণ পদে চাকরি করেছেন।

বাংলা কল্পবিজ্ঞানের প্রবাদপুরুষ অদ্রীশ বর্ধন সম্পাদিত এদেশের প্রথম কল্পবিজ্ঞান পত্রিকা আশ্চর্য!তেই লেখায় হাতেখড়ি।

১৯৭১ সালে জন্ম নেওয়া বিস্ময় সায়েন্স ফিকশন পত্রিকা সম্পাদনার দায়িত্ব নেন রণেন ঘােষ ও সুজিত ধর। স্বয়ং সত্যজিৎ রায় প্রথম সংখ্যা হাতে পেয়ে অত্যন্ত আনন্দিত হয়ে সম্পাদকের দফতরে চিঠি লেখেন। পত্রিকার অন্যতম উপদেষ্টা ছিলেন প্রেমেন্দ্র মিত্র । স্বল্পায়ু এই পত্রিকা বন্ধ হয়ে যাওয়ার পরে অদ্রীশ বর্ধন শুরু করেন নতুন পত্রিকা ফ্যানট্যাসটিক। সেই পত্রিকায় সহসম্পাদক হন রণেন।

১৯৯৮ সালে শুরু করেন প্রকাশনার কাজ। জন্ম নেয় প্রতিশ্রুতি। কেবল কল্পবিজ্ঞান নয়, পপুলার সায়েন্সের প্রতিও তাঁর ছিল বিপুল ভালােবাসা। সেগুলির পাশাপাশি অলৌকিক কাহিনি বা কন্সপিরেসি থিয়ােরি নিয়েও লিখে গিয়েছেন। মহাকাশের আগন্তুক, গলন্ত মানুষ-এর মতাে কল্পবিজ্ঞানের পাশাপাশি ব্রম্ভাণ্ড রহস্য, চাঁদ কি এক মহাকাশযান, মানুষখেকো মানুষের খোঁজে, ভ্যাম্পায়ার ইত্যাদি বইতে ছড়িয়ে রয়েছে বিবিধ রােমাঞ্চের প্রতি তাঁর অপার মুগ্ধতা।

কল্পবিজ্ঞানের প্রতি প্যাশন বজায় ছিল জীবনের শেষ পর্যায় পর্যন্ত। বাংলার প্রথম ও একমাত্র কল্পবিজ্ঞান-ফ্যান্টাসি ওয়েব পত্রিকা কল্পবিশ্বর প্রতি ছিল অসম্ভব স্নেহ। বাংলা কল্পবিজ্ঞানের আগামী দিনের স্বপ্নগুলিকে ছুঁতে চাইতেন নতুন প্রজন্মের মাধ্যমে। আশি ছুঁই ছুঁই বয়সেও বইমেলায় বেরিয়েছে তিন-চারটি বই! ২০১৯ সালের ৭ এপ্রিল তিনি প্রয়াত হয়েছেন।