Biography
Muhammad Shaiful Islam
মোহাম্মদ সাইফূল ইসলাম। ১৯৮১ সালে বাংলাদেশের নরসিংদী জেলার এক অজ পাড়াগাঁয়ে জন্ম। বাবার চাকরির সুবাদে দেশের নানান প্রান্তে ঘুরে ঘুরে স্কুল ও কলেজের গন্ডি পার হয়ে অবশেষে খুলনা ইঞ্জিনিয়ারিং ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এ স্নাতক। চাকরির সূত্রে থিতু হয়েছেন মরুর দেশ লিবিয়াতে; যেখানে শৈশবের একটা বড় সময় তিনি অতিবাহিত করেছিলেন।
কাগজে কলমে প্রকৌশলি, পেশায় চাকুরিজীবী আর নেশায় লেখক। লেখালেখি সঙ্গে যুক্ত সেই ২০০৬-০৭ সাল থেকে, যদিও প্রথম সায়েন্স ফিকশন উপন্যাস ছাপার অক্ষরে প্রকাশিত হয় ২০১৮ সালে। শান্তির দেবদূত ছদ্মনামে বিভিন্ন ব্লগ ও ওয়েবে তার বিপুল পাঠকনন্দিত সায়েন্স ফিকশন গল্প-উপন্যাস ছড়িয়েছিটিয়ে আছে। এ পর্যন্ত লেখকের তিনটি সায়েন্স ফিকশন উপন্যাস প্রকাশিত হয়েছে। আরও কতগুলো সায়েন্স ফিকশন উপন্যাস অতি শীঘ্রই প্রকাশিত হতে চলেছে।
বাংলার হার্ড সায়েন্স ফিকশন জগতে দ্রুতই পোক্ত অবস্থান করে নিয়েছেন এই নিভৃতচারী প্রচারবিমুখ লেখক। একাগ্রচিত্তে সাহিত্যের সায়েন্স ফিকশন শাখাতেই তিনি মনোনিবেশ করেছেন। তার স্বপ্ন বাংলায় হার্ড সায়েন্স ফিকশন জনরাকে যথাসম্ভব সমৃদ্ধ করা।