Biography
Debjyoti Bhattacharyya
দেবজ্যোতি ভট্টাচার্যের জন্ম ও বড় হয়ে ওঠা নৈহাটি শহরে। ১৯৯৫ সালে গুয়াহাটির সময় প্রবাহ দৈনিক পত্রিকায় কলামিস্ট হিসেবে লেখকজীবনের শুরু। তারপর থেকে ছোটবড় বিভিন্ন পত্রিকায় ছোট ও বড়দের জন্য নিয়মিত লিখে চলেছেন।
প্রকাশিত গ্রন্থ ইলাটিন বিলাটিন, কল্পলোকের গল্পকথা, দোর্দোবুরুর বাক্স, ঈশ্বরী, ঠগির আত্মকথা, গভীর উত্তর সরণিতে, যাত্রী। তা ছাড়াও তাঁর গল্প সংকলিত হয়েছে বিভিন্ন প্রকাশনার গল্প সংকলনে।
ভ্রমণসাহিত্যের জন্য কলম সম্মান পেয়েছেন ২০১১ সালে।