লেখকের কলমেঃ হর্ষমোহন চট্টরাজের প্রচ্ছদে আর অলংকরণে সেজে উঠে প্রকাশিত হতে চলেছে সত্তর হাজার শব্দে দশটি লেখার সংকলন— কল্প দশ! প্রচ্ছদে প্রফেসর ধৃতিমানকে চিনতে অসুবিধে হওয়ার কথা নয়। প্রফেসর নাট বল্টু চক্রের উপর প্রিয় অভিনেতার অ্যাটিট্যুড চাপিয়েই ওই চরিত্রটি সৃষ্টি। তাই চোখের সামনে তাঁর ছবিটাই ভেসে উঠেছিল।অন্যজন রয়— যার মধ্য দিয়ে আমি নিজের অনেক স্বপ্নপূরণ করে এসেছি এতদিন, হয়তো ভবিষ্যতেও করব।এই জুটির কিছু কীর্তির পাশাপাশি এখানে আছে জন-ট্যান সিরিজের একটি (হয়তো শেষ) কাহিনি, আছে সরকার জেঠুর একটি কাহিনি, আর আছে ক’টি নির্ভেজাল ফ্যান্টাসি।তবে সবক’টি লেখায়, সবচেয়ে বেশি করে, আছে অ্যাডভেঞ্চার।যদি কল্পকাহিনি ভালোবাসেন,যদি মনে হয় যে আমাদের পুরাকথার মধ্যেও লুকিয়ে আছে আগামীর সম্ভাবনা।