কল্পবিশ্ব পত্রিকার বছরের সেরা লেখাগুলির সংকলন ‘সেরা কল্পবিশ্ব’ প্রথম প্রকাশিত হয়েছিল ২০১৭ সালের বইমেলায়। শ্রদ্ধেয় কল্পবিজ্ঞান লেখক ও সম্পাদক রণেন ঘোষের সম্পাদনায় বইটি সাড়া ফেলে দিয়েছিল বইমেলায়। এরপর একে একে প্রকাশিত হয়েছে অনেকগুলি ‘সেরা কল্পবিজ্ঞান’ ও ‘কল্পবিশ্ব উপন্যাস পর্ব’ সিরিজের বই। মাঝে বেশ কিছু বছর বিরতির পরে আবার ফিরে এল ‘সেরা কল্পবিশ্ব ২০১৯’। সংখ্যাটি সম্পাদনা করেছেন কল্পবিশ্ব পত্রিকার প্রতিষ্ঠাতা ও অন্যতম সম্পাদক সুপ্রিয় দাস। কল্পবিশ্বের পাঠকরা সুপ্রিয়ের অনুবাদ ও নন ফিকশনের সঙ্গে আগেই পরিচিত, আশা করছি সম্পাদক সুপ্রিয়র প্রথম বই-ও তারা আপন করে নেবেন।
অনবদ্য প্রচ্ছদটি তৈরি করেছেন উজ্জ্বল ঘোষ।
সেরা কল্পবিশ্ব ২০১৯
Posted By admin
Under Anthology, Books