অনেক পাঠকই জানেন অদ্রীশ বর্ধনের আত্মজৈবনিক উপন্যাস ‘তখন নিশীথ রাত্রি’ বইটির কথা। সত্তরের দশকের যুবক অদ্রীশের উত্তাল জীবন সমুদ্রে লড়াই এই সামাজিক উপন্যাসটির বিষয়। তার সাথে ভালোবাসা ও সাফল্যের মাঝে উঠে এসেছে এক তরুণ লেখকের আত্মযন্ত্রনা, সমস্ত কিছু হারিয়েও ফিরে আসার কথা।
অদ্রীশের জীবনের সাথে মিশে গেছে তাঁর পত্রিকা ও বইয়ের কথাও। তাই ঐতিহাসিক দিক থেকেও এই উপন্যাসের গুরুত্ব অপরিসীম।
অদ্রীশ বর্ধন রচিত এই একমাত্র সামাজিক উপন্যাসও বটে।
প্রচ্ছদ করেছেন সুবিনয়।
এই দুর্লভ বইটি এবারে পাওয়া যাবে কলকাতা বইমেলা-র ২০৭ নং স্টলে।
তখন নিশীথ রাত্রি
Posted By admin
Under Books, Literary Fiction